Ami Ak Gorib Premik Nila Song Lyrics Is Composed by And Ami Ek Garib Premik Nila Lyrics Written by Argha Dev.
Ami Ak Gorib Premik Nila Lyrics in Bengali:
আমি এক গরিব প্রেমিক নীলা
আমার আর কিচ্ছু করার নেই
আমি এক বেকার প্রেমিক নীলা
তোমাকে কিচ্ছু দেবার নেই..
আমি এক গরিব প্রেমিক নীলা
আমার আর কিচ্ছু করার নেই
আমি এক বেকার প্রেমিক নীলা
তোমাকে কিচ্ছু দেবার নেই..
একটা নীল জোছনা রাতে
এক মুক্ত আকাশ সাথে
শান্ত শীতল শহরে দুজনেই
একটা নীল জোছনা রাতে
এক মুক্ত আকাশ সাথে
শান্ত শীতল শহরে দুজনে
আমি এক গরীব প্রেমিক নীলা
আমার আর কোথাও যাওয়ার নেই...!
আমার ভাঙ্গা ঘরে....
ঝিমঝিমিয়ে বৃষ্টি নামবে যখন
আমি বুকটা পেতে আগলে রাখতে মানি
তুমি এই বুকেতে রাখবে মাথা মানি
আমি এক গরিব প্রেমিক নীলা
আমার আর কিচ্ছু করার নেই
আমি এক বেকার প্রেমিক নীলা
তোমাকে কিচ্ছু দেবার নেই
তোমার শরীরী জরে
উসুম উসুম জলপড়া হব আমি
তুমি ভাত তুলে দিয়ে অপেক্ষা কর আমার
আমি মাড় গেলে দিয়ে ভাত বেড়ে দেবো তোমার
তুমি ভাত তুলে দিয়ে অপেক্ষা কর আমার
আমি মাড় গেলে দিয়ে ভাত বেড়ে দেবো তোমার..
আমি এক গরিব প্রেমিক নীলা
আমার আর কিচ্ছু করার নেই
আমি এক বেকার প্রেমিক নীলা
তোমাকে কিচ্ছু দেবার নেই
একটা জীর্ণ শীর্ণ মানিব্যাগ
তাতে খুচরো পয়সা গোজা
আর তোমার একটা সাদা কালো ছবি এই
আমি এক গরিব প্রেমিক নীলা
একটা জীর্ণ শীর্ণ মানিব্যাগ
তাতে খুচরো পয়সা গোজা
আর তোমার একটা সাদা কালো ছবি এই
আমি এক গরিব প্রেমিক নীলা
আমি এক গরিব প্রেমিক নীলা
আমার আর কিচ্ছু করার নেই
আমি এক বেকার প্রেমিক নীলা
তোমাকে কিচ্ছু দেবার নেই
আমি এক গরিব প্রেমিক নীলা
আমার আর কিচ্ছু করার নেই
আমি এক বেকার প্রেমিক নীলা
তোমাকে কিচ্ছু দেবার নেই.।